১৫ বছর পর আজ মুক্তি পাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ২৩ জানুয়ারি ২০২৫
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্বজনদের অপেক্ষা, ছবি: জাগো নিউজ

পিলখানা হত্যাকাণ্ডের ১৫ বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এসব বন্দিরা চারটি কারাগার থেকে মুক্তি পাবেন।

কারা সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন বিডিআর হাজতি বন্দিদের মুক্তি দেওয়া হবে কিছুক্ষণ পর।

১৫ বছর পর আজ মুক্তি পাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান

এছাড়া ঢাকা জেল ছাড়াও কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জন রয়েছেন। তারা আজই মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন>>>

১৫ বছর পর আজ মুক্তি পাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান

এদিকে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

টিটি/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।