১১ জেলায় দূষণবিরোধী অভিযান, ১৩০০ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে দেশের ১১ জেলায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। জেলাগুলো হলো ভোলা, লক্ষ্মীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী ও ঢাকা।

সোমবার (২৭ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ অভিযানে ১৬ মামলায় ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং এক হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ঢাকার গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজারসহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে দুটি মামলার মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকার মোহাম্মদপুর ও বসিলা এলাকায় নির্মাণসামগ্রীর মাধ্যমে বায়ুদূষণ করায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এখানে চার মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

লক্ষ্মীপুর জেলায় শব্দদূষণবিরোধী একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একটি যানবাহনের চালককে ২০০ টাকা জরিমানা ও দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

আরএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।