সড়ক বন্ধ করে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

রাজধানীর মহাখালীগামী সব সড়ক বন্ধ করে দিয়েছে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল থেকেই কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশনে নামে সেখানকার বেশ কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালী থেকে গুলশান চলাচলের রাস্তাটি তারা বন্ধ করে দিয়েছে।

যার ফলে মহাখালী রেল ক্রসিংসহ আশপাশের পুরো এলাকায় যানজট দেখা গেছে। এক রকম বন্ধ হয়ে গেছে মহাখালী থেকে আশপাশের যাতায়াত। বিশেষ করে গুলশান-১ থেকে মহাখালী এবং মহাখালী থেকে গুলশান-১ যাওয়ার রাস্তাটি পুরোই বন্ধ।

সরেজমিনে দেখা গেছে, বাধ্য হয়ে এসব সড়কের যাত্রীরা পায়ে হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে অবরোধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা অবরোধ না করে তোমরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসো। ক্যাম্পাসে কর্মসূচি দিয়ে তোমরা তোমাদের দাবি শান্তিপূর্ণভাবে জানাও। তিতুমীর কলেজ পরিবার সাধারণ মানুষের ভোগান্তি চায় না। রাস্তা অবরোধ করলে ভোগান্তি বাড়বে।

তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের আহ্বানে সাড়া দেননি। দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

সড়ক বন্ধ করে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ শুরু করেন পাঁচ শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা সাত দফা দাবি জানান। তিতুমীর ঐক্যের দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু করতে হবে।

তাছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ

এসইউজে/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।