ডেপুটি প্রেস সেক্রেটারি

স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, তাদের সান্ত্বনা দেওয়া নয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মী বলেন, জুলাই বিপ্লবে আহতরা সুচিকিৎসার দাবিতে রাজপথ অবরোধ ও গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলেও স্বাস্থ্য উপদেষ্টাকে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। এক্ষেত্রে স্বাস্থ্য উপদেষ্টা তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কি না জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আজকেও তিনি চিকিৎসার ব্যাপারে যে অগ্রগতি রয়েছে তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং তার কাছ থেকে এ বিষয়ে দিকনির্দেশনা নিয়েছেন।

আরও পড়ুন



ডেপুটি প্রেস সেক্রেটারি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, তাদের প্রতি সরকার খুবই সহানুভূতিশীল। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারপরেও কারো কারো মাঝে কিছু হতাশা ও অস্থিরতা কাজ করছে। তাদের বিষয়ে সরকার সম্পূর্ণভাবে সচেতন আছে। তাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় সে বিষয়ে ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৩০ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের পেছনে সরকারের ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। এমনও আহত রয়েছেন যাদের একজনের পেছনে সরকার প্রায় ছয় কোটি টাকা ব্যয় করেছে। সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে চিকিৎসকরা এসে আহতদের দেখছেন এবং কয়েকজনের ব্যাপারে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

এসময় আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে ৬৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এমইউ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।