ত্রাণচোরদের কঠিন সাজা দিন

সম্পাদকীয়
সম্পাদকীয় সম্পাদকীয়
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুসংখ্যা। অবস্থা বেগতিক হচ্ছে ক্রমেই। বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। অন্যদিকে ত্রাণসামগ্রী চুরি ও লুট করার মতো ঘটনাও ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলারও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে নির্দেশনা এসেছে বাংলাদেশ পুলিশের কাছ থেকেও।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুলিশ সদস্যদের জনগণের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই অবস্থায় ত্রাণ চুরি ও বাইরের আড্ডা বন্ধের নির্দেশও দেন তিনি।

রোববার (১২ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে আইজিপি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে যেসব স্থানে লকডাউন করা হয়েছে, তা সঠিকভাবে মেনে চলতে হবে। জনগণকে ঘরে থাকতে হবে। বাইরে আড্ডা দেয়া বন্ধ করতে হবে।

বিরাজমান করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রে পুলিশের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে আইজিপি সরকারি ত্রাণ চুরি বা অনিয়মকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাবেদ পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধ বেড়ে যেতে পারে। পারিবারিক সহিংসতা বাড়তে পারে।
কোনোভাবেই যেন এ ধরনের অপরাধ বাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন আইজিপি।

বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ব্যাপক। জনসাধারণকেও এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ত্রাণ আত্মসাতকারীদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রী নির্দেশিত ভ্রাম্যমাণ আদালত বসিয়েও লুটপাটকারীদের তাৎক্ষণিক সাজা দিতে হবে। মানুষজন যেন প্রয়োজনীয় ত্রাণ পায় নিশ্চিত করতে হবে সেটিও। মনে রাখতে হবে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়।

এইচআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।