চায়ের কাপ, কেরোসিনের চুলা আর একটুখানি অবসর-ছবিতে জীবন্ত টং

প্রকাশিত: ০২:৪২ পিএম, ২১ মে ২০২৫ আপডেট: ০২:৪২ পিএম, ২১ মে ২০২৫

চায়ের দোকান মানেই শুধু চা নয়-এটা একেকটা মানুষের দিন শুরুর জায়গা, কারোর সন্ধ্যার বিরতির ক্ষণ, আবার কারোর নিত্যদিনের আড্ডার ঠিকানা। বিশ্ব চা দিবসে টংয়ের চা-কাপ, চুলা আর মানুষের গল্প তুলে ধরা হলো একগুচ্ছ ছবির মাধ্যমে। ছবি: অধরা মাধুরী পরমা