আজকের আলোচিত ছবি: ৩০ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
টোকিওতে আজ জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর উপস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ জাপানের টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনারে’ বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা ফটোসেশনে অংশ নেন। ছবি: পিআইডি
-
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানিয়ে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শেষে আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান আজ ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশ উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আম বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ছবি: জাগো নিউজ