শনির আখড়া হাটে ঈদের আমেজ, হাঁকডাকে মুখর গরুর বাজার
ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে রাজধানীর কোরবানির হাট। শনির আখড়ার হাটে এখন চলছে জমজমাট গরু কেনাবেচা। ছবি: ফজলুল হক মৃধা
-
হাঁকডাক, দরদাম আর আলোচনার মধ্য দিয়ে পুরোদমে চলছে কোরবানির পশু কেনার প্রস্তুতি।
-
পছন্দের পশু বেছে নিতে ক্রেতারা প্রতিদিনই হাটে ভিড় করছেন। হাটজুড়ে তাই ঈদের প্রস্তুতির এক রঙিন চিত্র।
-
বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা গরু নিয়ে বসে আছেন হাটে। কারো গরু বিক্রি হয়ে গেছে, কেউ অপেক্ষায় আছেন শেষ সময়ের দাম ভালো পাবেন এই আশায়।
-
অনেক ক্রেতা এখনো অপেক্ষা করছেন দাম কমার।
-
তবে খামারিরা তাদের পশুকে যত্ন করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন, গামছায় ঘাম মুছিয়ে খাবার দিচ্ছেন-সবই যেন সম্ভাব্য ক্রেতার নজর কাড়ার এক চেষ্টা।
-
দাম নিয়েও চলছে আলোচনা। এক লাখ থেকে শুরু করে আড়াই-তিন লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে হাটে। মাঝারি আকারের খাসিও বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে।
-
ক্রেতারা বলছেন, দামে কিছুটা উঠানামা থাকলেও বর্তমানে বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে।
-
সব মিলিয়ে যাত্রাবাড়ীসহ আশপাশের কোরবানির হাটে এখন ঈদের এক আলাদা আমেজ।
-
সময় যত গড়াচ্ছে, হাটে মানুষের ভিড় ততই বাড়ছে। বিক্রেতারা যেমন আশায় বুক বাঁধছেন, ক্রেতারাও খুঁজছেন পছন্দের কোরবানির পশু।