সিঁদুর খেলার উল্লাসে দেবীকে বিদায়

প্রকাশিত: ০১:০৪ পিএম, ০২ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:২৮ এএম, ২৯ অক্টোবর ২০২৫

দশমীর সকাল থেকেই ঢাকার রমনা কালি মন্দিরে ছিল উৎসবের রঙিন আবহ। পূজামণ্ডপে ভক্তরা শেষবারের মতো দেবীর কাছে প্রণাম জানিয়ে নিলেন শান্তি, সমৃদ্ধি আর শক্তির আশীর্বাদ। দেবী দুর্গার পায়ের কাছে সিঁদুর ছুঁয়ে একে অপরকে সিঁদুর পরিয়ে দিলেন নারীরা। এ যেন শুধু এক আচার নয়, জীবনের জয়গান-অশুভের ওপর শুভের, অন্ধকারের ওপর আলোর জয়। ছবি: মাহবুব আলম