ওয়েস্টার্ন লুকে আকর্ষণীয় ফারিণ
প্রকাশিত: ০৯:১৫ এএম, ১০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৯:১৫ এএম, ১০ ডিসেম্বর ২০২৪
সাদামাটা সাজপোশাক আর ন্যাচারাল লুকের জন্য বেশ পরিচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে ওয়েস্টার্ন পোশাকেও বেশ আকর্ষণীয় লাগে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় সেই ঝলক। ছবি: ফেসবুক থেকে
-
সিকুইন ও পুঁতির কারুকাজ করা মেরুনরঙা ফুল স্লিভ বডিকন গাউনে আবেদনময়ী নায়িকা।
-
স্যাটিন ফেব্রিকের ক্রিমরঙা আকর্ষণীয় গাউনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। গাউনটি স্টারলেট স্টাইল স্টুডিও থেকে নেওয়া।
-
অভিনেত্রীর পড়া গাউনটির সামনের অংশে প্লিট করা ডিজাইন আর দুই পাশের স্লিভ বো স্টাইলে বাঁধা। আকর্ষণীয় গাউনের সঙ্গে সাদা-নীল পাথরের জুয়েলারিতে দারুণ লাগছে তাকে।
-
হালকা কমলা রঙের প্লিটেড ডিজাইন করা স্ট্রাকচার্ড গাউনে লাস্যময়ী ফারিণ।