সাদা শাড়িতে উষ্ণতা ছড়াচ্ছেন ভাবনা
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:০৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লাস্যময়ী সব ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম কাড়তে বেশ দক্ষ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারও হয়নি এর ব্যতিক্রম। সম্প্রতি সাদা শাড়ির গ্ল্যামারাস লুকে উষ্ণতা ছড়িয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ছবি: ভাবনার ফেসবুক থেকে
-
নায়িকার পরনের শাড়িটি ডিজাইন করেছেন তারই ডিজাইনার বোন অনন্যা অদিতি।
-
কার্ভড লেসের বর্ডার দেওয়া শাড়িটির সঙ্গে ভাবনা বেছে নিয়েছেন রূপালি এমবেলিশমেন্টের সাদা ম্যাচিং ব্লাউজ।
-
ডিপনেক ডিজাইনের ব্লাউজের সঙ্গে সিম্পল পাথরের গহনায় বেশ আকর্ষণীয় লাগছে তাকে।
-
সাদা শাড়িটির সঙ্গে সেমি স্মোকি আই মেকআপ যেন অভিনেত্রীর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।