মায়ামি বিচে মন্দিরার মনোমুগ্ধকর নীলের সাজ
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:২৩ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু লাস্যময়ী ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
-
সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সমুদ্রের গন্ধ নাও, আকাশকে অনুভব কর, তোমার আত্মা ও মনের ডানা মেলে উড়তে দাও।’
-
মায়ামি বিচে সমুদ্রবিলাসে মগ্ন অভিনেত্রী।
-
আকাশী ও উজ্জ্বল নীল রঙের চোখজুড়ানো মন্দিরা।
-
ফ্লেয়ার প্যাটার্নের নীল ড্রেসের সঙ্গে বোহো স্টাইলের শামুক-ঝিনুক আর বর্ণিল পাথরের নেকপিস ও ব্রেসলেট পরেছেন লাস্যময়ী এই নায়িকা।