পর্দার আড়ালে থাকলেও কমেনি তার জনপ্রিয়তা
নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন আজ। ১৯৭৯ সালের এই দিনে যশোরের শার্শা উপজেলার নাভারণে জন্ম তার। এই নায়িকার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ছবি: ফেসবুক থেকে
-
প্রখ্যাত নির্মাতা এহতেশাম তার নাম বদলে রাখেন শাবনূর। এই নামেই তিনি সিনেমাজগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন তিনি।
-
নজরকাড়া চেহারা, মায়াবী হাসি, মধুমাখা চাহনি এবং অনবদ্য অভিনয় দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।
-
এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ (১৯৯৩) চলচ্চিত্রের মাধ্যমে নায়ক সাব্বিরের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সঙ্গে প্রায় প্রতিটি সিনেমাই দারুণ ব্যবসায়িক সফলতা নিয়ে আসে।
-
জনপ্রিয় সালমান শাহ-শাবনূর জুটির ১৪টি চলচ্চিত্র ব্যবসায়িক সফলতা লাভ করে।
-
এই জুটির প্রথম চলচ্চিত্র জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ১৯৯৪ সালে মুক্তি পায়।
-
একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক-কবরী জুটির ‘সুজন সখী’ চলচ্চিত্রের রঙিন পুনর্নির্মাণ করেন। ১৯৯৫ সালে ‘স্বপ্নের ঠিকানা’, ১৯৯৬ সালে ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ১৯৯৭ সালে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ এ জুটির উল্লেখযোগ্য ছবি।
-
সালমান শাহের অকালপ্রয়াণের পর রিয়াজের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন শাবনূর। তাদের জুটিও ছিল দারুণ জনপ্রিয়।
-
এ ছাড়া মান্না, ফেরদৌস, শাকিব খানের সঙ্গেও তার সফল সিনেমা রয়েছে।
-
দারুণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শাবনূর দশবার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার জয় করেছেন। বাচসাস পুরস্কার জিতেছেন দুবার। আর ২০০৫ সালের ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
-
শাবনূর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন।
-
২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম ছেলেসন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান।
-
প্রেক্ষাগৃহে তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে।
-
বেশ লম্বা বিরতির পর সম্প্রতি তার ফেরার খবর শোনা যাচ্ছে। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন তার ভক্ত-অনুরাগীরা।