শুভ জন্মদিন রুনা খান
জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের জন্মদিন আজ। ১৯৮৩ সালের এই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন তিনি। অভিনেত্রীর শৈশব কাটে টাঙ্গাইলের সখিপুর শহরে। ১৯৯৮ সালে তিনি ঢাকা আসেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন কয়েক দশক ধরে। বেশ কিছু ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
-
তার অভিনীত ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘ছিটকিনি’ দর্শক ও সমালোচকের প্রশংসা পেয়েছে। ক্যারিয়ারের দারুণ সময় পার করেছেন ২০১৯ সালে। হালদা সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
-
সম্প্রতি খোলামেলা পোশাকের কারণে বেশ আলোচিত হন এই অভিনেত্রী।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। প্রায় সময়ই ভক্ত-অনুরাগীতের সঙ্গে ভাগ করে নেন নিজের নজরকাড়া সব ছবি।
-
নতুন বছরের শুরুতে ভক্তদের সুখবর দিয়েছেন এই নায়িকা। জানিয়েছেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এ প্রদর্শনী হবে তার অভিনীত ‘নীলপদ্ম’ সিনেমা। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী। উৎসব’-এ দুদিন প্রদর্শিত হবে তার সিনেমাটি।