লাল শাড়িতে লাস্যময়ী নুসরাত
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৪:১০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫
মিষ্টি মুখশ্রী, আকর্ষণীয় ও ধারালো ফিগারের কারণে সব সময় আলোচনায় থাকেন লাস্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
প্রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নজরকাড়া লুকের ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতি শেয়ার করা তার লাল শাড়ির লাস্যময়ী লুকের ছবিগুলো রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে ভক্ত-অনুরাগীদের।
-
পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ডোন্ট সেটল ফর লেস, সেটল ফর রেড।’
-
শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ পরেছেন অভিনেত্রী।
-
টকটকে লাল শাড়ির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন মিনিমালিস্ট ডিজাইনের হীরার গয়না। হীরার ছোট ঝোলানো দুল, পেনড্যান্ট স্টাইল নেকপিস, আংটি আর চুড়িতে বেশ মানিয়েছে তাকে।
-
মেকআপে রয়েছে স্নিগ্ধতার ছোঁয়া। লাল শাড়ির সাথে সফট গ্ল্যাম মেকওভার বেছে নিয়েছেন নুসরাত।