‘এ প্রেম সুদৃঢ়’
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৫:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৫
সম্প্রতি বিয়ে করে আলোচনায় আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের খবর প্রকাশ্যের পরই স্ত্রী রোজা আহমেদকে নিয়ে মালদ্বীপে হানিমুনে গেছেন এই শিল্পী। ছবি: রোজার ফেসবুক থেকে
-
রোববার দিনগত রাতে তাহসানের স্ত্রী রোজা আহমেদ তাদের হানিমুনের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন।
-
ক্যাপশনে লিখেছেন, ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত’।
-
স্ত্রী রোজার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন গায়ক।
-
মালদ্বীপের সাগরপাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন রোজা।
-
তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট।
-
রোজা দুই বছরের বেশি সময় নিউইয়র্কের জ্যামাইকাতে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। সেখানেই থাকেন তিনি।
-
জানা যায়, গত বছর তাহসান খানের সঙ্গে তার পরিচয়। এরপরই পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।