ভিডিও বার্তায় কষ্ট শেয়ার করলেন নায়িকা পপি
দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ফেসবুক লাইভে এসে জানালেন তার জীবনের নানা কষ্টের কথা। ছবি: সোশ্যাল মিডিয়া
-
সম্প্রতি পৈতৃক জমি জবরদখলের ইস্যুতে খবরের শিরোনাম হয়েছেন পপি। নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা মরিয়ম বেগম মেরি ও ভাইবোনেরা।
-
প্রথমদিকে বিষয়টি নিয়ে একরকম চুপই ছিলেন চিত্রনায়িকা। তবে আজ ফেসবুক লাইভে এসে বিষয়টি খোলাসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।
-
দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, ‘আমি একজন ব্যর্থ মানুষ। কারণ যাদের জন্য সবকিছু করলাম, জীবনের সুন্দর সময়গুলো যাদের জন্য বিলিয়ে দিলাম তারা এখন আমার শত্রু। আমার ক্ষতি করতে চায়’।
-
তিনি বলেন, আমি ছিলাম আমার পরিবারের ডিম পাড়া হাঁস। আমার ব্যাংক অ্যাকাউন্ট সহায় সম্পত্তি সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার কাছে ছিল আমার দেহটাই। যখন আর কিছু দিতে পারিনি তখন হয়েছি শত্রু। আমাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল। এমনকি খুনিকে টাকা দেয়া হয়েছিল। এতে জড়িত ছিল আমার আপন ভাই।
-
২০০৭ সালে আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন আলমগীর ভাই আমার বাবা-মাকে বলেছিলেন বিষয়টার সমাধান করতে। উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি কখনও চাইনি একা কিছু করতে। শুধুমাত্র বাবা-মা, ভাই-বোন নয় আমার দাদীর বাড়ি নানীর বাড়ির সবাইকে সহযোগিতা করেছি।
-
১৯৯৫ সাল থেকে আমার বাবা ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে।
-
তিনি আরও বলেন, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।’
-
এছাড়াও পরিবার নিয়ে নানা অজানা কথা শেয়ার করেছেন জনপ্রিয় এই নায়িকা।
-
সবশেষে অভিনেত্রী সাংবাদিকদের অনুরোধ করেন আজেবাজে সংবাদ প্রকাশ না করতে।