সব লুকেই মায়াবী তটিনী
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০১:০৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। যার হাসিতে মুক্ত ঝরে। অভিনেত্রীর সাবলীল অভিনয়, মায়াবী মুখশ্রী আর হাসিতে মুগ্ধ দর্শকরা। প্রায় সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নিজের সব নজরকাড়া ছবি। তাতেই হুমড়ি খেয়ে পরেন তার ভক্তরা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
যেকোনো সাজেই মানিয়ে যায় তাকে।
-
শাড়ি বা ওয়েস্টার্ন, সব পোশাকেই অপরূপ তটিনী।
-
তার মায়াবী চাহনি আর মিষ্টি হাসিতে মুগ্ধ সবাই।
-
লাল লেহেঙ্গায় হাস্যোজ্জ্বল নায়িকা।
-
নীল শাড়ি, খোলা চুল আর হালকা সাজে দারুণ লাগছে তাকে।
-
সাধারণ পোশাকেও অসাধারণ তটিনী।
-
ব্রাইডাল লুকে নজরকাড়া অভিনেত্রী।
-
ফুলস্লিভ হলুদ ড্রেস, হালকা সাজ আর মুক্তা ঝরানো হাসিতে মায়াবী নায়িকা।
-
সম্প্রতি তটিনীর অভিনীত ‘দূর থেকে ভালোবাসি’ নাটকটি সবার নজর কেড়েছে।
-
‘দূর থেকে ভালোবাসি’ নাটকে তটিনীর বিপরীতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানকে।