নানা লুকে অপরূপ তুষি
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০৩:১২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২০২২ সালে ‘হাওয়া’ ছবিটি মুক্তির পরই সবার নজর কাড়েন অভিনেত্রী নাজিফা তুষি। সাবলীল অভিনয় আর সৌন্দর্য দিয়ে মন জয় করেছেন দর্শকদের। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী। বিভিন্ন সময়ই শেয়ার করেন নিজের নজরকাড়া সব ছবি।
-
ফ্যাশনেবল পোশাক আর হালকা মেকআপে নজরকাড়া তুষি।
-
সাদা-কালো ছবিতে শুভ্রতা ছড়াচ্ছেন অভিনেত্রী।
-
লাল শাড়ি, হালকা সাজ আর কপালের ছোট টিপে অপরূপ তুষি।
-
কালো ড্রেস, হালকা সাজ আর মিষ্টি হাসিতে বেশ মায়াবী লাগছে তাকে।
-
বউসাজে দারুণ লাগছে তাকে।