কাজী হায়াতের জন্মদিন আজ
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১০:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াতের জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জন্ম তার। ছবি: সংগৃহীত
-
১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন কাজী হায়াত। বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সীমানা পেরিয়ে সিনেমায়ও ছিলেন সহকারী পরিচালক।
-
১৯৭৯ সালে নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘দি ফাদার’। একের পর এক সুপারহিট সিনেমা নির্মাণ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘বীর’ ২০২০ সালে মুক্তি পায়।
-
১৯৯৪ সালে ‘দেশপ্রেমিক’ ও ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
-
চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে কাজী হায়াত জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭৩টি পুরস্কার অর্জন করেছেন।