সজলের জন্মদিন আজ
অভিনেতা সজলের জন্মদিন আজ। ১৯৮৪ সালের এই দিনে পুরান ঢাকায় জন্ম তার। অভিনেতার পুরো নাম আব্দুল নূর সজল। ছবি: ফেসবুক থেকে
-
রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেছেন অভিনেতা। উচ্চমাধ্যমিক পাশ করেছেন ঢাকা কলেজ থেকে।
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিদ্যায় উচ্চশিক্ষা লাভ করলেন। এরপর ক্যারিয়ার হিসেবে বেছে নেন অভিনয়কে।
-
রোমান্টিক, কমেডি কিংবা সিরিয়াস গল্পের নাটকেও অনবদ্য অভিনয় করে দর্শকের মনে নিজের আসন গড়ে নিয়েছেন তিনি।
-
সজল শুধু নাটকেই নয় অভিনয় করেছেন চলচ্চিত্রেও। সজল অভিনীত প্রথম সিনেমা তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’।
-
এরপর বদিউল আলম খোকনের পরিচালিত ‘হারজিৎ’ নামের বাণিজ্যিক ধারার সিনেমাতে অভিনয় করেছেন সজল। নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
-
এছাড়া ওয়েব সিরিজ সাইলেন্স-এ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে বেশ পেয়েছেন প্রশংসা।