শুভ জন্মদিন শায়না
২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল ও অভিনেত্রী শায়না আমিনের জন্মদিন আজ। ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কা নগরীতে জন্ম তার। ছবি: শায়নার ফেসবুক থেকে
-
অভিনেত্রীর বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী। তারা দুজনেই বাংলাদেশি।
-
শায়নার বাবা সৌদিআরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার বয়স যখন দেড় বছর তখন তার বাবা-মা দেশে চলে আসেন ও ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
-
অভিনেত্রী বেড়ে উঠেছেন ঢাকার লালমাটিয়ায়। ছোটবেলা থেকেই আমিনের বইপড়া ও নাচের প্রতি আগ্রহ ছিল।
-
প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের কাছে তিনি প্রথম নাচ শেখেন। নবম শ্রেণিতে পড়ার সময় তাকে নৃত্য বিষয়ক স্কুল ‘নৃত্যাঙ্গন’ এ ভর্তি করানো হয়।
-
শায়না আমিন লালমাটিয়া মহিলা কলেজ এ ব্যবস্থাপনায় অনার্স পড়েছেন।
-
২০০৫ সালে সানসিল্ক শ্যাম্পুর বিজ্ঞাপনে তাকে দেখা যায়। ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিনয়ে তার হাতেখড়ি। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেন।
-
‘মেহেরজান’-এর মধ্য দিয়ে শায়নার চলচ্চিত্রে অভিষেক হয়েছে।
-
খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। এরপরই হুট করে উধাও হয়ে যান মিডিয়া থেকে।
-
শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয় থেকে হারাননি শায়না। আজও ভক্তদের হৃদয়ে রাজ করেন এই সুন্দরী।
-
বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না।