গোলাম মুস্তাফার জন্মদিন আজ
বরেণ্য অভিনেতা গোলাম মুস্তাফার জন্মদিন আজ। ১৯৩৪ সালের এই দিনে বরিশালের দপদপিয়া গ্রামে জন্ম তার। ছবি: সংগৃহীত
-
এদেশের শিল্প সংস্কৃতির অঙ্গনে গোলাম মুস্তাফা ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র। বেঁচে থাকলে এবারে তিনি ৯১ বছরে পা রাখতেন।
-
ষাট দশকের শুরুর দিকে খল নায়কের চরিত্রে অভিনয় করে বাংলা সিনেমায় অভিষেক হয় তার। এরপর দিনে দিনে একক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।
-
জীবদ্দশায় প্রায় দুই শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।
-
গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন।
-
প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে- গুপ্তধন, অর্পিতা, হিতঙ্কর, পাথরে ফুটাবো ফুল, যুবরাজ, অস্তরাগে।
-
বেতার সহকর্মী হোসনে আরার প্রেমে পরে ১৯৫৮ সালে তাকে বিয়ে করেন। তাদের মেয়ে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী।
-
গোলাম মুস্তাফা ১৯৮০ সালে সেরা পার্শ্বচরিত্র অভিনেতা এবং ১৯৮৬ সালে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
-
২০০১ সালে পান একুশে পদক। তিনি বাচসাস পুরস্কারও পেয়েছেন।
-
২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই অভিনেতা।