ধর্ষণের বিরুদ্ধে রাজপথে নির্মাতারা
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১১ মার্চ ২০২৫
আপডেট: ০৩:১০ পিএম, ১১ মার্চ ২০২৫
ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারাদেশে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। এবার সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নেমেছেন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। ছবি: মাহবুব আলম
-
ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
-
মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্তসহ অনেকে।
-
তারা সবাই নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে নিজেদের একাত্মতা প্রকাশ করেন।
-
অন্যদিকে, ধর্ষণের ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ।