ফিল্মফেয়ার মাতালেন জয়া
প্রকাশিত: ১১:১২ এএম, ১৯ মার্চ ২০২৫
আপডেট: ১১:১২ এএম, ১৯ মার্চ ২০২৫
সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কারে ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার খেতাব জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
পুরস্কার হাতে আকর্ষণীয় ভঙ্গিতে বেশকিছু ছবি শেয়ার করেছেন লাস্যময়ী এই নায়িকা।
-
গ্রিন স্যাটিনের গাউনে অপরূপ লাগছে অভিনেত্রীকে।
-
নুডল স্ট্র্যাপের গাউনটিতে থাই স্লিট ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলেছে তাকে।
-
জানা গেছে, অভিনেত্রীর পরনের গাউনটি দেশের বিলাসবহুল ডিজাইনার লেবেল সানায়া কতুরের।
-
নজরকাড়া গাউনের সঙ্গে সফটগ্ল্যাম মেকওভারে হালকা ম্যাজেন্টা লিওপকালার আর টেনে দেওয়া কাজল-লাইনারে আবেদন ছড়াচ্ছেন জনপ্রিয় এই নায়িকা।