শুভ জন্মদিন সিয়াম আহমেদ
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে পিরোজপুরে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা এই অভিনেতার শুরুটা মডেলিং দিয়ে। তবে জাত চিনিয়েছেন অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের বাইরে তিনি একজন ব্যারিস্টার।
-
যুক্তরাজ্যে নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন সিয়াম।
-
২০১৩ সালে এয়ারটেল বাংলাদেশ টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন দিয়ে মিডিয়ার আগমন ঘটে তার। ২০১৪ সালে রোমান্টিক নাটক ‘ভালোবাসা ১০১’ দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় তার। প্রথম নাটকেই বাজিমাত করেন তিনি।
-
চলচ্চিত্রে সিনেমায় আগমন ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছিলেন দর্শকমহল থেকে।
-
এরপর দহন, ফাগুন হাওয়ায়, বিশ্বসুন্দরী, অপারেশন সুন্দরবন, শান, পুনর্মিলনেসহ অনেকগুলো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। অ্যাকশন ও রোমান্টিক- সিনেমার মাঠে দুই ফরম্যাটেই দর্শকপ্রিয় সিয়াম।
-
সিয়ামের পথচলায় বাবা নাসির উদ্দিন আহমেদ তার বড় অনুপ্রেরণা। বাবা-মায়ের একমাত্র সন্তান সিয়াম বিবাহিত জীবনে পা রাখেন ২০১৮ সালে। তার স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। দাম্পত্য জীবনের অর্ধযুগ পার করেছে এ দম্পতি।
-
একমাত্র সন্তান জোরাইজ আহমেদ জায়ানকে নিয়ে বেশ সুখেই দিন পারছেন তারা।
-
তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ সানসিল্ক আরটিভি স্টার অ্যাওয়ার্ড, বাচসাস পুরস্কার, ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে সিয়ামের ঝুলিতে।
-
ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক নাটক, টেলিফিল্ম ও সিনেমা উপহার দিয়েছেন সিয়াম। বিজ্ঞাপনেও বিচরণ রয়েছে তার। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্বের জন্যও বেশ জনপ্রিয় সিয়াম।
-
বর্তমানে জঙ্গি সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেতা।