তারকাদের ঈদ লুক
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন সাজপোশাক। এদিনটিতে এক হয়ে যান সব বয়স ও পেশার মানুষরা। তারকাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। চলুন দেখে নেই তারকাদের নজরকাড়া ঈদ লুকের ছবি। ছবি: ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে
-
সোনালি কাজ করা বেইজ রঙের সালওয়ার কামিজ ও ম্যাচিং ওড়নায় অভিনেত্রী জয়া আহসান।
-
ফুলেল কারুকাজের অফ হোয়াইট সালওয়ার কামিজে বেশ মিষ্টি লাগছে অভিনেত্রী মেহজাবীনকে।
-
বেগুনি সালওয়ার কামিজ আর হালকা সাজে অপরূপ অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
-
লাল পাফড স্লিভস দেওয়া ফুলেল কাজ করা লাল কামিজ আর সাদা ওড়না পরেছেন সাফা কবির।
-
সোনালি ব্লক করা হাই নেক কামিজ আর ম্যাচিং ফিরোজা কামিজে সেজেছেন অভিনেত্রী ভাবনা।
-
অফ হোয়াইট শাড়িতে বেশ স্মার্ট লাগছে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে।
-
সাদা চওড়া লেস দেওয়া স্লিভসের পাউডার ব্লু কামিজ ও মভ ওড়না পরেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
-
মভ সালওয়ার কামিজে নজরকাড়া অভিনেত্রী কেয়া পায়েল।
-
সাদা কারুকাজ করা শর্ষে হলুদ সালওয়ার-কামিজ-ওড়নায় বেশ মায়াবী লাগছে অভিনেত্রী সাদিয়া আয়মানকে।