শুভ জন্মদিন দাপুটে অভিনেতা আলমগীর
আশি ও নব্বইয়ের দশকের দাপুটে অভিনেতা আলমগীরের জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্ম তার। ছবি: সোশ্যাল মিডিয়া
-
তিনি একাধারে একজন নায়ক, প্রযোজক ও পরিচালক।
-
সামাজিক, পারিবারিক, অ্যাকশন, রোমান্টিক ধাঁচের সিনেমায় বাহারি সব চরিত্রে দেখিয়েছেন মুনশিয়ানা।
-
আলমগীরের বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রযোজক ছিলেন।
-
সিনেমা জগতের আবহেই তার বেড়ে ওঠা। এ জন্যই হয়তো ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন।
-
১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমা দিয়ে তার যাত্রা শুরু। ১৯৮৫ সালে তিনি পরিচালনা শুরু করেন।
-
১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন আলমগীর।
-
২২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
-
কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।
-
২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননায়’ ভূষিত হন এ অভিনেতা।
-
শুধু অভিনয় নয়, গানও গাইতে পারেন আলমগীর। কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্রেও গান গেয়েছেন। ‘আগুনের আলো’ চলচ্চিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন। এরপর ‘কার পাপে’, ‘ঝুমকা’ ও ‘নির্দোষ’ চলচ্চিত্রেও গান গেয়েছেন।