স্টেটমেন্ট ব্লাউজের লাস্যময়ী মন্দিরা
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫
আপডেট: ০১:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের জন্যও বেশ পরিচিত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সেই ঝলক। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
সব পোশাকে আকর্ষণীয় লাগলেও শাড়িতে একটু বেশিই আবেদনময়ী এই অভিনেত্রী।
-
সাদা শিফন শাড়িতে লাস্যময়ী মন্দিরা।
-
স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে নজর কাড়ছে শাড়ির চিকন পাড়জুড়ে মুক্তার কারুকাজ।
-
মুক্তাসজ্জিত ব্লাউজের সামনের অংশে নিখুঁতভাবে বসানো হয়েছে মুক্তা। সঙ্গে ছোট-বড় মুক্তা আর সবুজ বিডসের ডিটেইলিং দেওয়া হয়েছে ব্লাউজের ব্যাকে।
-
আইল্যাশ পরা চোখ, লাল লিপস্টিকে রাঙানো আকর্ষণীয় ঠোঁট ও মেসি পনিটেল হেয়ারস্টাইলে অপরূপ লাগছে তাকে।
-
শাড়ির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন হীরা ও পান্নার দুল। হাতে শোভা পাচ্ছে সবুজ বালা আর আংটি।