অভিনয়-কবিতার মেলবন্ধনের নাম কুসুম সিকদার
প্রতিভাবান অভিনেত্রী, গায়িকা, লেখিকা কুসুম সিকদারের জন্মদিন আজ। ১৯৮১ সালের এই দিনে জন্ম তার। ছবি: সংগৃহীত
-
ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি। গুণী এই শিল্পী নজরুল একাডেমি থেকে নজরুল সঙ্গীত এবং ধ্রুপদী সঙ্গীতের উপর কোর্স সম্পন্ন করেন। পরে ওস্তাদ গুল মোহাম্মদ এবং ওস্তাদ মোরশেদের কাছে গানের তালিম নেন।
-
২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে।
-
পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ ছবিতে কাজ করেন। এই ছবিতে নিধি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কারে জয়া আহসানের (চোরাবালি চলচ্চিত্রের জন্য) সঙ্গে যৌথভাবে তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
-
২০১৫ সালে তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শঙ্খচিল ছবিতে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
-
কুসুম সিকদার শুধু অভিনেত্রীই নন, তিনি একজন সৃজনশীল কবি এবং গায়িকাও। তার কবিতা লেখার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। তার কবিতায় উঠে এসেছে প্রেম, সমাজের বাস্তবতা, জীবনের চড়াই-উতরাই, মানুষ ও প্রকৃতির সম্পর্ক।
-
কুসুমের প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় ১৯৯৯ সালে। দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ৩ আগস্ট ‘নেশা’ নামে তার একটি একক গান প্রকাশিত হয়।