শ্রুতির সুরেলা এক নাম বাশির আহমেদ
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২৫
আপডেট: ০১:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০২৫
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তী শিল্পী বাশির আহমেদের জন্মদিন আজ। ১৯৩৯ সালের এই দিনে জন্ম তার। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশী এই সঙ্গীতশিল্পী পাকিস্তান আমলে আহমেদ রুশদি বলে পরিচিত ছিলেন। ছবি: সংগৃহীত
-
বাশির আহমেদের গাওয়া গানগুলো শ্রোতাদের মনে এক অনন্য জায়গা করে নিয়েছে। তিনি শুধু প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত নন, তার গানগুলো আজও মানুষ গুনগুন করে গায়।
-
তার কণ্ঠের মাধুর্যে যেমন উপভোগ করা যায় প্রেমের সুর, তেমনি তার গানে পাওয়া যায় জীবন, সংগ্রাম এবং বাস্তবতার গভীর প্রতিফলন।
-
‘আছো তুমি’, ‘মেঘের ছায়া’, ‘এখনো আমি তোমারই’- এমন একাধিক গান আছে যার মাধ্যমে বাশির আহমেদ সংগীত জগতে অমর হয়ে থাকবেন।
-
২০১৪ সালে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই শিল্পী।