নাট্যজগতে এক শব্দহীন সৌন্দর্যের নাম সুমাইয়া শিমু
আলো আর ছায়ার খেলা যেখানে, ক্যামেরার লেন্স যেখানে চরিত্রকে খুঁজে ফেরে, সেখানে একদিন নীরবে এসে দাঁড়িয়েছিলেন তিনি। কোলাহলের মধ্যে ছিলেন নীরব, জৌলুশের ভিড়েও ছিলেন আত্মমগ্ন। বলছি বাংলাদেশের ছোট পর্দার এক অবিনাশী মুগ্ধতা সুমাইয়া শিমুর কথা। ছবি: ফেসবুক থেকে
-
আজ তার জন্মদিন। ১৯৮০ সালের এই দিনে জন্ম তার।
-
১৯৯৯ সালে নাট্যজগতে তার পথচলা শুরু। তার অভিনয় বুঝিয়ে দিয়েছিল তিনি চিৎকার করে নয়, চরিত্র হয়ে বাঁচবেন; ভালোবাসা ছড়াবেন চুপচাপ।
-
‘তোমার কথা বলবো না’, ‘অন্য কেউ’, ‘সোনার হরিণ’- এর মতো বহু নাটকে ছড়িয়েছেন মুগ্ধতা।
-
সুমাইয়া শিমু এমন একজন অভিনেত্রী, যার উপস্থিতি দর্শকের হৃদয়ে একধরনের প্রশান্তি নিয়ে আসে। তাকে দেখতে দেখতে দর্শক চরিত্রের ভেতর ডুবে যায়, ভুলে যায় সময়।
-
তিনি শুধু টেলিভিশনের পর্দায় নয়, সমাজ সচেতনতামূলক কাজেও সরব থেকেছেন। ২০২০ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবেও দায়িত্ব পালন করেন।
-
২০১৫ সালে ব্যাংকার সাজ্জাদ হোসেনের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তার সংসার জীবনও অভিনয়ের মতোই নীরব, পরিপাটি এবং পরিপূর্ণতায় ভরা। ক্যামেরার সামনে তিনি যতটা আলোকিত, বাস্তব জীবনে ঠিক ততটাই সংযমী।