‘লোকগানের রানি’ মমতাজের জন্মদিন আজ
বাংলাদেশের লোকসংগীতের জগতে একটি শক্তিশালী ও আবেগতাড়িত নাম হলো মমতাজ বেগম। ‘লোকগানের রানি’ নামে পরিচিত এই কণ্ঠশিল্পীর জন্মদিন আজ। ছবি: ফেসবুক থেকে
-
১৯৭৪ সালের এই দিনে মানিকগঞ্জের সিংগাইরে জন্ম তার।
-
মমতাজের সংগীত যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ পটভূমি থেকে। তার কণ্ঠে যখন ‘বেহুলা’ কিংবা ‘নয়ন ভরা জল’ বাজে, তখন হাজারো মানুষের চোখে জল এসে পড়ে।
-
নিজস্ব ভঙ্গিতে সহজ-সরল কথায় কষ্ট, প্রেম, জীবনসংগ্রাম আর গ্রামীণ বাস্তবতার মিশ্রণে তিনি এমন এক ধারা গড়ে তোলেন যা শহর ও গ্রামের ভেদ মুছে দিয়ে সবাইকে আকৃষ্ট করে।
-
তার গাওয়া গান শুধু বিনোদনের উপকরণ নয়, বরং তা হয়ে উঠেছে এক সামাজিক প্রতিবাদের মাধ্যমও।
-
নারীর কষ্ট, দারিদ্র্য, অসম সামাজিক বাস্তবতা নিয়ে তার কণ্ঠে উঠে এসেছে অকপট সত্য। এই আত্মিক সংযোগের কারণেই মমতাজ দেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
-
সংগীতে সফলতা পাওয়ার পর অনেকেই হয়তো সেখানেই সীমাবদ্ধ থাকতেন। কিন্তু মমতাজ তার ব্যতিক্রম। তিনি বিশ্বাস করেন শুধু গানে নয়, নীতিনির্ধারণের জায়গায় থেকেও তিনি মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে পারবেন। সেই বিশ্বাস থেকেই ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন।