প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ মে ২০২৫
আপডেট: ১২:০৮ পিএম, ০৬ মে ২০২৫
গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসিরের জন্মদিন আজ। কিশোর বয়স থেকেই গানের জগতে আনাগোনা শুরুটা হয়েছিল ইয়াসিরের। ছবি: ফেসবুক থেকে
-
মাত্র ১৩ বছর বয়সে ‘ফেবলস’ নামে একটি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসেবে গানের জগতে তার যাত্রা শুরু।
-
১৯৯৮ সালে ‘সাউন্ড’ নামে একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন এই শিল্পী।
-
এ পর্যন্ত নিজ উদ্যোগে বেশ কিছু গান করেছেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন ধারা ও প্রজন্মের গান দিয়ে শ্রোতাদের চমকে দিয়েছেন।
-
প্রতীক ইয়াসির এবং তার ব্যান্ড ‘সাউন্ড’ ২০০২-২০০৫ সাল পর্যন্ত কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছে। সেই গানের শিরোনাম ছিল ‘প্রথম’ এবং ‘অতীত স্মৃতি’।
-
তিনি দেশ-বিদেশে ২০০টিরও বেশি শো করেছেন।
-
‘এতো পথ’, ‘তোমার জন্য’, ‘থাক না থাক’ এবং ‘ঢাকা’ সহ জনপ্রিয় কিছু গান প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ইউটিউবে রিলিজ পাওয়া তার ‘একা থাকা’গানটি বেশ সাড়া ফেলেছে।