শুভর স্টাইল ও ফিটনেসের মুগ্ধ হাজারো তরুণী
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৭ মে ২০২৫
আপডেট: ০১:২৪ পিএম, ০৭ মে ২০২৫
শুধু অভিনয় নয়, নিজের লুক, স্টাইল ও ফিটনেস দিয়ে লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ঢাকাই সিনেমার পরিচিত নায়ক আরিফিন শুভ। বিশেষ করে তার স্টাইল ও ফিটনেসে মুগ্ধ তরুণীরা। ছবি: ফেসবুক থেকে
-
পর্দায় তার চোখ ধাঁধানো উপস্থিতি আর পরিশ্রমে গড়া শরীর কেবল সিনেমার গল্পকেই বাস্তব করে তোলে না, তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীকও হয়ে উঠেছে।
-
তার প্রতি দুর্বলতা প্রকাশ করে থাকেন বিশেষ করে তরুণীরা, যারা তার ফিটনেস আর স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ হয়ে থাকেন।
-
শুভর স্টাইল কোনো বাহুল্যে ভরা নয়। বরং তার মধ্যে আছে সহজাত সৌন্দর্য, আত্মবিশ্বাস আর আধুনিকতার নিখুঁত মিশেল।
-
ট্র্যাডিশনাল কুর্তায় যেমন তিনি মার্জিত, তেমনি ব্ল্যাক টিশার্ট আর ডেনিমে হয়ে ওঠেন একেবারে আধুনিক আইকন।
-
তার ফ্যাশনের ধরনে খুব বেশি বাহার নেই, কিন্তু তাতেই যেন আছে একধরনের ভারসাম্যপূর্ণ আকর্ষণ।