পর্দার পেছনের নায়ক আদনানের জন্মদিন আজ
নাটক কিংবা বিজ্ঞাপন, ওয়েব কনটেন্ট হোক বা সংগীত-বাংলাদেশের দৃশ্যশিল্পে এমন কিছু নাম আছে যারা পর্দায় খুব একটা আসেন না, কিন্তু পর্দার পেছনে দাঁড়িয়ে আলো ছড়ান অবিরত। তেমনই একজন নায়ক আদনান আল রাজীব। আজ এই নিভৃতচারী সৃজনশিল্পীর জন্মদিন। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮৭ সালের এই দিনে টাঙ্গাইলে জন্ম তার। তিনি বাংলাদেশের তরুণ নির্মাতাদের অনুপ্রেরণার প্রতীক। ৩৮ বছরে পা রাখা এই নির্মাতা দেখিয়ে দিয়েছেন, সংবেদনশীলতা আর বাস্তবতার মেলবন্ধন কীভাবে গল্প বলে।
-
আদনান ক্যারিয়ারের শুরু করেছিলেন স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘চাবিয়াল’ টিমে সহকারী পরিচালক হিসেবে। সেখানেই হয়তো নিজের গল্প বলার ভাষা খুঁজে পেয়েছিলেন তিনি।
-
এরপর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘রানআউট ফিল্মস’ গড়ে তুলেন। আর সেখান থেকেই শুরু হয় একের পর এক ভিন্নধর্মী কাজ যা কখনো হাসায়, কখনো ভাবায়, কখনো আবার অদৃশ্য আবেগে চোখ ভিজিয়ে দেয়।
-
পর্দার পেছনে থাকা এই মানুষটির ব্যক্তিজীবনও চমৎকারভাবে বিন্যস্ত।
-
২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।