রুপালি পর্দার আলোচিত সব মা
‘মা’ শুধুমাত্র একটি ডাক নয়; এটি অনুভব, আশ্রয়, সাহস আর ভালোবাসার প্রতীক। বাস্তব জীবনে মায়ের ভালোবাসা যেমন নিঃস্বার্থ, তেমনি রুপালি পর্দায় মা চরিত্র বারবার ফিরে এসেছে নানা রূপে কখনো ত্যাগী, কখনো সংগ্রামী, আবার কখনো ক্ষমতাধর নারীর অবয়বে। বিশেষ এই দিনে ফিরে দেখুন রুপালি পর্দার আলোচিত সব মায়েদের ছবি। ছবি: তারকাদের ফেসবুক থেকে
-
বিয়ের চার বছরের মাথায় সংসার জীবনের ইতি টেনেছিলেন লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানী সায়রাকে নিয়ে এক তার পৃথিবী।
-
সুযোগ পেলেই মেয়েকে নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়ান এই অভিনেত্রী। এমনকি কাজের শিডিউলও মেয়েকে ঘিরেই করেন বাঁধন।
-
রুপালি পর্দার আলোচিত মায়ের মধ্যে অন্যতম একজন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি শুধুই অভিনেত্রী নয়, তার রয়েছে গায়িকা আর উন্নয়নকর্মীর মতো অনেক পরিচয়। তবে সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ‘আয়রার মা’।
-
জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও মিথিলার একমাত্র সন্তান আয়রা তাহরিম খান। তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মায়ের সঙ্গেই থাকে আয়রা।
-
শত ব্যস্ততার মধ্যেও মেয়ের জন্য আলাদা সময় রাখেন মিথিলা।
-
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আর বিচ্ছেদের পর সন্তান আব্রাম খান জয়কে নিয়েই জীবন কাটাচ্ছেন অপু বিশ্বাস।
-
কাজের পাশাপাশি ছেলেকে নিয়েই ব্যস্ত সময় কাটে এই নায়িকার। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় সেই ঝলক।
-
পরীমনির মা হয়ে ওঠার গল্প কারোরই অজানা নয়। পরী এখন দুই সন্তানের মা। সব প্রতিকূলতা পেরিয়ে ছেলে রাজ্য ও মেয়ে প্রিয়মকে নায়িকার সুখের সংসার।
-
সন্তানদের সঙ্গে সব সময় খুনশুটিতে মেতে থাকেন আলোচিত এই নায়িকা।
-
শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সম্পর্কের তিক্ততার ফলে এই দুই তারকা আলাদা থাকলেও বীর থাকে তার মায়ের সঙ্গে।
-
দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও একা আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে তিনি পেয়েছেন এক বিশেষ সম্পর্ক। রকিব সরকারের সঙ্গে বিয়ের পর তার কোল আলো করে জন্ম নেয় ফারিশ।
-
বর্তমানে একমাত্র ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে নতুন জীবন সাজিয়েছেন এই অভিনেত্রী।