সাধারণ সাজেও অপরূপ পরশা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১২ মে ২০২৫
আপডেট: ০৪:২৮ পিএম, ১২ মে ২০২৫
চোখে নেই ভারী মেকআপ, মুখে নেই জাঁকজমক হাসি, তবু এক নজরে মন কেড়ে নেন পরসা ইভানা। যেন অনায়াস সৌন্দর্যের জীবন্ত উদাহরণ। ছবি: ফেসবুক থেকে
-
বর্তমানে ছোটপর্দা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই অভিনেত্রী প্রমাণ করছেন, সৌন্দর্য মানেই নয় গ্লিটার-গ্ল্যামার। বরং সাধারণ সাজেই যে সবচেয়ে বেশি ‘রিয়েল’ ও ‘রিলেটেবল’ দেখা যায়, সেটাই ইভানার বিশেষত্ব।
-
ইভানার ফ্যাশনচর্চা যেমন সহজ, তেমনি মনকাড়া।
-
কখনো সাদামাটা কুর্তি, কখনো হালকা শাড়ি বা টিশার্ট-জিনস, সবকিছুতেই থাকে একটা ন্যাচারাল কনফিডেন্স।
-
মেকআপ না থাকলেও তার ত্বকের উজ্জ্বলতা, চোখের আত্মবিশ্বাস আর হাসির পরশেই যেন তৈরি হয় আলাদা একটা মোহ।