ফোক সংগীতের আইকন থেকে খুনের আসামির তালিকায় মমতাজ
বাংলাদেশের লোকসংগীতের জগতে মমতাজ বেগমের নাম একসময় ছিল অগ্রগণ্য। গানের কথা, সুর এবং সরল উপস্থাপনায় তিনি হয়ে উঠেছিলেন মানুষের হৃদয়ের কণ্ঠস্বর। ‘পান খাইয়া ঠোঁট লাল করছো’ থেকে ‘হাত বান্ধিবি’-এমন বহু জনপ্রিয় গানে উঠে এসেছে গ্রামীণ জীবনের গল্প, প্রেমের ব্যাকুলতা, আর জীবনসংগ্রামের চিত্র। এই শিল্পীই এখন শিরোনামে, তবে গানের জন্য নয় খুনের মামলায় আসামি হিসেবে তার নাম উঠে এসেছে। ছবি: ফেসবুক থেকে
-
শুধু গানের মঞ্চেই নয়, জাতীয় সংসদের সদস্য হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। রাজনীতিতে তার পদচারণা শুরু হয় এক সময়কার জনগণের ভালবাসাকে পুঁজি করে।
-
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই আড়ালে ছিলেন মমতাজ। রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন তিনি। ১৬ জুলাইয়ের পর তার ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না।
-
এরপর দীর্ঘ নীরবতা ভেঙে গত ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি গান পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’ এই কথার গানটি প্রকাশের পরই নেট–দুনিয়ায় আলোড়ন ওঠে।
-
অনেকে ভেবেছিলেন, সংগীতে আবার সক্রিয় হচ্ছেন একসময়কার ‘ফোক কুইন’। কিন্তু কয়েক মাস না পেরুতেই তাকে খুনের মামলায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
-
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মমতাজের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। তবে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।