কালো আর সবুজে নজরকাড়া মেহজাবীন-মালাইকা
প্রকাশিত: ০৯:০১ এএম, ১৮ মে ২০২৫
আপডেট: ০৯:০১ এএম, ১৮ মে ২০২৫
সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ডের (বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস) অনুষ্ঠানে নজরকাড়া সাজে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী। ছবি: তারকাদের ফেসবুক থেকে
-
অনুষ্ঠানে মেহজাবীন পরেছেন শিমারি সবুজ ফুলস্লিভ গাউন। দারুণ এই ড্রেসে নজর কেড়েছে গাঢ় আর কালচে সবুজের ডুয়েল টোন।
-
অভিনেত্রীর এই বডিকন আউটফিটের আকর্ষণ বাড়িয়েছে এর স্টাইলিশ মক নেক।
-
সফট গ্ল্যাম মেকআপ, বান হেয়ারস্টাইল আর পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে মিনিমাল জুয়েলারিতে অপরূপ মেহজাবীন।
-
কালোতেই বাজিমাত করেছেন মেহজাবীনের বোন মালাইকা।
-
স্টাইলিশ ব্যাক গাউন আর মিনিমাল সাজে সবার নজর কেড়েছের নবাগত এই অভিনেত্রী।