তারকাখচিত বাইফা অ্যাওয়ার্ড
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা) এর চতুর্থ আসর। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
২০২৪ এর ঈদুল ফিতর থেকে ২০২৫ এর ঈদুল ফিতর পর্যন্ত দেশের সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও কনটেন্ট ক্রিয়েশনের উপর বাইফা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
-
নিজস্ব ওয়েব সাইটে যথাযথ দর্শক ভোট ও বিজ্ঞ জুরি বোর্ডের রায়ে পপুলার ও জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশ সেরা শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের।
-
দেশের জনপ্রিয় তারকারাদের উপস্থিতিতে বাইফার রেড কার্পেট ও মঞ্চ আলোকিত হয়।
-
পপুলার ও জুরি মিলিয়ে এ বছর মোট ৪৫টি ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়েছে।
-
আজীবন সম্মাননা পেয়েছেন দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ দুই তারকা শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ।
-
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
-
সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন সিয়াম আহমেদ।
-
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাসুমা রহমান নাবিলা।
-
ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
-
ওটিটি কনটেন্ট ‘রঙিলা কিতাব’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরীমণি।
-
নাটকের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সাফা কবির।
-
সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী।