বিপাকে পর্দার শেখ হাসিনা
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন পর্দার ‘শেখ হাসিনা’ খ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
মূলত তার নামে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে। ফলে দেশের বাহিরে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।
-
ফারিয়াকে আটক নাকি গ্রেফতার সে বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মামলা যেহেতু আছে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।
-
চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। ক্যারিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে। এরপর জনপ্রিয়তা পান উপস্থাপনায়।
-
উপস্থাপনায় থেমে থাকেননি নুসরাত। পা রাখেন বড় পর্দার রঙিন দুনিয়ায়। কাজ করেছেন দুই বাংলার সিনেমায়।
-
২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ফারিয়ার। এই সিনেমার মাধ্যমেই উপস্থাপিকা থেকে পরিণত হন রুপালি পর্দার নায়িকায়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
-
উপহার দিয়েছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারশেন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ ইত্যাদি সিনেমা।
-
‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনা দুই’ই যোগ করেন ক্যারিয়ারে। এমনকি ভক্ত-অনুরাগীরা মনে করেন, পর্দার শেখ হাসিনা হয়েই বিপদ ডেকে এনেছেন অভিনেত্রী।