শ্বেতশুভ্র গাউনে কান মাতালেন বর্ষা
নারীকে সিনেমায় উপস্থাপন করা হয় কীভাবে? নারীর রূপ, ভূমিকা ও কণ্ঠ কতটা জায়গা পায় পর্দার গল্পে? এমন গভীর ও সময়োপযোগী প্রশ্ন ঘিরে কান চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ আলোচনা ‘ওয়ার্ল্ড উইমেনস কান অ্যাজেন্ডা’। এই মতবিনিময় সভায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন অভিনেত্রী খাদিজা পারভীন বর্ষা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সাধারণত বর্ষার সৌন্দর্য ও আত্মপ্রকাশের ধরন প্রশংসাযোগ্য। তবে কানে তার উপস্থিতি যেন অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে। একেবারে শুভ্র সাদা গাউনে বর্ষা ছিলেন অনন্য ও দীপ্তিময়।
-
লালগালিচায় বর্ষার পদচারণা কিংবা আলোচনার মঞ্চে তার উপস্থিতি, সবখানেই যেন ফুটে উঠেছে আত্মবিশ্বাসী একজন নারীর প্রতিচ্ছবি।
-
এই আয়োজনে বর্ষার অংশগ্রহণ শুধু ফ্যাশনের দিক দিয়েই নয়, বরং নারীর অবস্থান, সম্মান ও সিনেমায় তাদের প্রতিনিধিত্ব নিয়েও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
-
বর্ষার এই কান-উপস্থিতি যেন নারী কণ্ঠের এক বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ।
-
চলুন দেখে নেওয়া যাক বর্ষার ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে ধরা পড়া সেই নজরকাড়া কিছু মুহূর্ত-শ্বেতশুভ্র গাউন, মনোমুগ্ধকর উপস্থিতি আর অনন্য বার্তার এক অপূর্ব সম্মিলন।
-
সাদা ধবধবে একটি গাউন, মেসি বান, ঝোলানো দুল আর গোলাপি লিপকালারে অপরূপ লাগছে তাকে।
-
সবার নজর কেড়েছে ফ্লেয়ার দেওয়া গাউনের ওপরের অংশের কেপ ডিজাইন।