তারকাখ্যাতি থেকে থানা হাজত, নোবেলের বিপর্যয়ের গল্প
কখনো গানের প্রতিভা দিয়ে আলোচনায়, কখনো বিতর্ক দিয়ে সমালোচনায়, সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এবার তার নাম উঠে এলো নারী নির্যাতনের অভিযোগে। ছবি: ফেসবুক পেইজ থেকে
-
নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
-
২০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
-
একসময় ‘সা রে গা মা পা’ রিয়্যালিটি শোর মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া এই শিল্পীর জীবনের বর্তমান অধ্যায় যেন ক্রমশ আরও ঘোলাটে হয়ে উঠছে।
-
২০১৯ সালে ভারতের ‘সা রে গা মা পা’ রিয়্যালিটি শোতে অংশ নিয়ে রাতারাতি সাড়া ফেলে দেন নোবেল। তার কণ্ঠে ‘স্নিগ্ধ’, ‘পাওয়ারফুল’ এবং ‘ভিন্নমাত্রার’ গায়কী দর্শকদের মুগ্ধ করেছিল। বিচারকরাও প্রশংসা করেন তার স্বকীয় স্টাইল ও গভীর গলার জন্য।
-
বাংলাদেশি তরুণ গায়ক হিসেবে তিনি শুধু ভারতে নয়, বাংলাদেশেও হয়ে ওঠেন জনপ্রিয়। সে সময় ‘বাংলাদেশের গর্ব’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় তার নামে তৈরি হয় ভক্তগোষ্ঠী।
-
তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্ক যেন সবসময় পিছু নিয়েছে তাকে। রিয়্যালিটি শো চলাকালীনই একাধিক মন্তব্য ও স্টেটমেন্টের জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হন।
-
পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও তার আচরণ ঘিরে সমালোচনা ওঠে। মাঝেমধ্যে তিনি ফেসবুক লাইভে এসে অসংলগ্ন কথা বলতেন, যা তার ইমেজকে প্রশ্নবিদ্ধ করে তোলে। একাধিকবার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে।
-
নোবেলকে নিয়ে আলোচনার কেন্দ্রে আর তার গান থাকেনি। বরং তার ব্যক্তিজীবনই হয়ে উঠেছে মিডিয়ার খবর। স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে দাম্পত্য কলহ, ফেসবুক পোস্টে একাধিকবার মানসিক ভাঙনের আভাস; সব মিলিয়ে নিজের গড়া জনপ্রিয়তা যেন নিজেই ধ্বংসের পথে নিয়ে যান।