মিষ্টি হাসি আর স্টাইলের জাদুতে নজরকাড়া নুসরাত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম যেন নুসরাত ফারিয়ার দখলে। তাকে নিয়ে চিন্তিত তার ভক্ত-অনুরাগী। তবে সেই চিন্তা এখন অনেকটাই কমে গেছে কারণ জামিন পেয়ে গেছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। ছবি: অভিনেত্রীরে ফেসবুক থেকে
-
বাংলাদেশের বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র নুসরাত ফারিয়া। তার মিষ্টি হাসি যেন মুহূর্তের মধ্যেই মন ছুঁয়ে যায়, আর স্টাইলের এমন অনন্য ছোঁয়া আছে যা সহজেই ভিড় থেকে আলাদা করে তুলে।
-
পর্দায় যেমন নিজেকে প্রমাণ করেছেন, তার ব্যক্তিগত লাইফে ও ফ্যাশন সেন্সে তিনি সমান দক্ষতা দেখিয়েছেন।
-
মিষ্টি হাসি আর পরিপাটি স্টাইলের সমন্বয়েই নুসরাত হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা ও চোখ ধাঁধানো একটা নাম। এই হাসি আর স্টাইলের জাদুই তাকে অনন্য করে তুলেছে।
-
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায় সময়ই নিজের নজরকাড়া সব ছবি শেয়ার করেন তিনি।
-
তার পোশাক থেকে শুরু করে মেকআপ, হেয়ারস্টাইল সবই যেন তার ব্যক্তিত্বের সঙ্গে মিলেমিশে এক আলাদা ছাপ ফেলে।
-
পার্টি হোক বা ক্যাজুয়াল আউটিং, নুসরাতের প্রতিটি লুকেই থাকে সঠিক সমন্বয় আর নিখুঁত ঝলক।
-
দুর্দান্ত ফ্যাশন সেন্সের কারণে তরুণ প্রজন্মের কাছে স্টাইল আইকন হিসেবে পরিচিত নুসরাত।