উন্নত ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছিলেন বিপাশা
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৪ মে ২০২৫
আপডেট: ০৮:৪৬ এএম, ২৪ মে ২০২৫
অভিনেত্রী বিপাশা কবিরের জন্মদিন আজ। ১৯৯১ সালের ২৩ মে নোয়াখালীতে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ১৪তম অবস্থানে ছিলেন বিপাশা। পরে দু-চারটি নাটকে অভিনয় করেন।
-
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে শখের বসে আইটেম গানে পারফর্ম করার পর তিনি আলোচনায় আসেন। এরপর থেকে তার গায়ে ‘আইটেম গার্ল’ তকমা লাগে।
-
২০১৬ পর্যন্ত ৫০টির বেশি আইটেম গান করেন তিনি। আইটেম গানে পারফর্ম করতে করতে এক ঘেয়েমি লাগছিল বিপাশার। চেয়েছিলেন নায়িকা হবেন।
-
পরে গুণ্ডামি, আড়াল, পাষাণ, ক্রাইম রোড, যার নয়নে যাকে লাগে ভালো, পরাণে পরাণ বান্ধিয়া, সোলমেটসহ ১১টির মতো সিনেমা করেন তিনি। তবে সিনেমায় সফল হতে পারেননি এই অভিনেত্রী।
-
সিনেমার অবস্থা অবনতির দিকে যাওয়ায় উন্নত ভবিষ্যতের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বিপাশা কবির।