কানে আল আমিন: বিশ্বমঞ্চে বাংলাদেশের ফ্যাশন ও সিনেমার জয়গান
কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ যেন বাংলাদেশের চলচ্চিত্রের গৌরবের নতুন অধ্যায়। নির্মাতা আদনান আল রাজীবের এই অনবদ্য সৃষ্টি দেশের সিনেমা ইতিহাসে প্রথমবারের মতো এই মহা উৎসবে জুরীদের স্পেশাল মেনশন পেয়েছে। আর তার কেন্দ্রীয় চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করা তরুণ অভিনেতা আল আমিন যেন সেই গৌরবের প্রতীক হয়ে কান উৎসবের রেড কার্পেটে দাপটের সঙ্গে উপস্থিত। ছবি: আল আমিনের ফেসবুক
-
দেশি ডিজাইনার বিশ্বজিৎ মজুমদারের ক্যাজুয়াল ও স্টাইলিশ পোশাকে আল আমিন শুরু করেছিলেন তার কান যাত্রা।
-
আরামদায়ক ফিটিংয়ের মিডনাইট ব্লু শার্ট ও প্যান্টের সঙ্গে ধূসর ভেস্টে আল আমিন ছিলেন সবার চোখে এক নতুন তারকা।
-
তবে আলোছায়ার সত্যিকারের মহড়াটি ঘটে যখন আল আমিন পরেছিলেন নিজেরই ডিজাইন করা নজরকাড়া ক্রপড জ্যাকেট, শার্ট, ফ্লেয়ার কাট প্যান্ট আর বো টাই।
-
নীলচে ধূসর জ্যাকেটের ল্যাপেল থেকে শুরু করে জ্বলজ্বল করছে শাপলা ফুলের এমবেলিশমেন্ট। জাতীয় ফুলের এই ছোঁয়া যেন কান উৎসবের মঞ্চেই বাংলাদেশকে বিশ্বমঞ্চে আলোকিত করছে।
-
আল আমিনের এই গৌরবোজ্জ্বল উপস্থিতি শুধু নিজেকে নয়, পুরো দেশের জন্য এক অনুপ্রেরণা, যে দেখাচ্ছে দেশের চলচ্চিত্র আর ফ্যাশন শিল্পের মেলবন্ধন কত উজ্জ্বল হতে পারে।
-
কান উৎসবের এই মঞ্চ থেকে তার পদচারণা যেন দেশের স্বপ্ন আর সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে, যা হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি বাংলাদেশির।