শব্দহীন সংলাপের জাদুকর চঞ্চল চৌধুরী
পর্দায় তার উপস্থিতি মানেই একটানা তাকিয়ে থাকার সময়। মুখে না বলেও যিনি অনেক কিছু বলে দিতে পারেন শুধু চোখের ভাষায়। বলছি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কথা। মঞ্চ, ছোট পর্দা কিংবা বড় পর্দা-যেখানেই তিনি থাকেন, সেখানে নিজের আবেগ আর মেধার ছাপ রেখে যান নিখুঁত অভিনয়ের মাধ্যমে। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে জানুন তার জীবনপথ, সংগ্রাম আর সাফল্যের গল্প। ছবি: ফেসবুক থেকে
-
১৯৭৪ সালের এই দিনে পাবনার সুজানগর উপজেলার কামারহাট গ্রামে তার জন্ম। সাধারণ এক কৃষক পরিবারে জন্ম নেওয়া চঞ্চলের শৈশব কেটেছে প্রকৃতির কোলে, মাটির ঘ্রাণ আর নদীর ঢেউয়ে বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অনুরাগী ছিলেন, গান, কবিতা, অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল সহজাত।
-
চঞ্চল চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যান। সেখানেই তিনি নাট্যদল ‘আরণ্যক নাট্যদল’-এর সঙ্গে যুক্ত হন এবং কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের সান্নিধ্যে আসেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
-
চঞ্চল চৌধুরীর টিভি যাত্রা শুরু হয় ২০০০ সালের দিকে। ২০০৪ সালে হানিফ সংকেত পরিচালিত নাটক ‘কোথাও কেউ নেই’ এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।
-
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে রাতারাতি দেশের সেরা অভিনেতাদের কাতারে চলে আসেন।
-
এরপর ‘আয়নাবাজি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘দেবী’, ‘হালদা’, ‘পাঠশালা’, ‘ইতি, তোমারই ঢাকা’, 'পুনর্জন্ম'সহ অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। ‘তালাশ’, ‘মারুফের মা’, ‘ব্যস্ততা’, ‘কারাফাঁসি’, ‘একদিন ছুটি হবে’, ‘গুটি’, ‘পরিচয়’, ‘চন্দ্রাবতী কথা’ প্রভৃতি নাটক ও সিনেমায় তার অভিনয় দর্শকদের হৃদয়ে গেঁথে গেছে।
-
চঞ্চল চৌধুরীর অভিনয়ের বিশেষত্ব হলো তিনি শব্দের চেয়ে বেশি গুরুত্ব দেন চোখ, মুখভঙ্গি আর দেহভাষায়। তার অভিনয় যেন একেকটা শব্দহীন কবিতা, যেখানে দর্শক প্রতিটি মুহূর্তে অনুভব করে চরিত্রের ভেতরের টানাপোড়েন।
-
‘মনপুরা’ সিনেমার গর্জনভরা নীরবতা কিংবা ‘আয়নাবাজি’র দ্বৈত জীবনের দ্বিধা-সবকিছুই তিনি ফুটিয়ে তুলেছেন নিঃশব্দে। তার অভিনয়ে সংলাপ নয়, সংবেদনই কথা বলে।
-
চঞ্চল চৌধুরী খুবই পারিবারিক ও অন্তর্মুখী স্বভাবের মানুষ। তার স্ত্রীর নাম শামীমা আর চৌধুরী, যিনি বরাবরই চঞ্চলের ব্যক্তিজীবনের নেপথ্য নায়ক। তাদের একমাত্র সন্তান শুভ, যাকে নিয়েই চঞ্চলের পৃথিবী ঘুরে।
-
চঞ্চল চৌধুরী একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ দেশ-বিদেশে বহু সম্মান অর্জন করেছেন। তবে তার সবচেয়ে বড় পুরস্কার দর্শকের ভালোবাসা।