জন্মদিনে দেখুন তমার লাস্যময়ী সব ছবি
বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা তমা মির্জা। পর্দায় যেমন অভিনয়ের সাবলীলতা দিয়ে নজর কাড়েন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও মাতিয়ে রাখেন নিজের স্টাইল স্টেটমেন্ট আর লুক দিয়ে। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখুন তমা মির্জার লাস্যময়ী কিছু ছবি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
১৯৯৫ সালের এই দিনে বাগেরহাটের কচুয়াতে তার জন্ম। ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি তার টান ছিল প্রবল। শৈশবে যাত্রা আর নাটকে অভিনয় করেই তার আত্মপ্রকাশ।
-
২০১২ সালে ‘নদীজন’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন এই অভিনেত্রী।
-
২০১৫ সালে ‘নদীজন’ সিনেমার জন্য সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় স্বীকৃতি। তবে এই অভিনেত্রী জনপ্রিয়তা পান রায়হান রাফীর পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে।
-
পর্দার বাইরে তমা মির্জার আরেকটি বড় পরিচয় তার স্টাইল ও ফ্যাশন সেন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই সাহসী এবং স্টাইলিশ ফটোশুটে হাজির হন, যা তরুণ প্রজন্মের কাছে তাকে করে তোলে ফ্যাশন আইকন।
-
কখনো শাড়িতে ক্লাসিক লুক, কখনো ওয়েস্টার্ন আউটফিটে হট অবতারে- তমা জানেন কীভাবে নিজেকে প্রতিবার নতুনভাবে উপস্থাপন করতে হয়।
-
তমার ক্যারিয়ারজুড়ে রয়েছে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়। বাণিজ্যিক ছবির পাশাপাশি তিনি কাজ করেছেন শর্টফিল্ম ও টেলিফিল্মেও। শুধু রূপ নয়, তিনি প্রমাণ করেছেন তার অভিনয়ের গভীরতাও।