সাদাকালো পোশাকে অপরূপ টয়া
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ জুন ২০২৫
আপডেট: ১২:১০ পিএম, ০৩ জুন ২০২৫
সাদাকালো যেন তার ব্যক্তিত্বেরই রঙ নির্ভার, তবু দৃঢ়। মুমতাহিনা টয়া যখন এই দুই বিপরীত রঙে ধরা দেন, তখন চোখে পড়ে তার অন্য এক রূপ। সদা প্রাণবন্ত এই অভিনেত্রীর চেনা হাসির আড়ালেও যেন লুকিয়ে থাকে শিল্পের গভীরতা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার সাদাকালো ছবি তাই শুধু ফ্যাশনের প্রকাশ নয়, বরং এক নীরব আবেদনের ভাষা। আলো-অন্ধকারের খেলার ভেতর দিয়ে টয়া যেন বলে ওঠেন সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তা প্রকাশ পায় ভঙ্গিমায়, অভিব্যক্তিতে, আর এক চিলতে নীরবতাতেও।
-
ফুলস্লিভ সাদা গাউনে নজরকাড়া টয়া।
-
গাউনের সঙ্গে হালকা সাজ আর খোলা চুলে দারুণ লাগছে তাকে।
-
স্লিভলেস কালো ঝলমলে গাউনে অপরূপ অভিনেত্রী।
-
কালো গাউনের সঙ্গে বিশেষভাবে নজরকেড়েছে অভিনেত্রীর চুলে সাজানো ফুলের গাঁজরা ও কপালে থাকা ছোট টিপ।